বাংলাদেশে মহাসড়ক নির্মাণে বিটুমিনের বদলে কংক্রিট ব্যবহারের দিকে ঝুঁকছে সরকার। পরীক্ষায় দেখা গেছে, কংক্রিট সড়ক অধিক টেকসই, রক্ষণাবেক্ষণে কম খরচ হয় এবং ভারী যানবাহন ও জলাবদ্ধতার চাপ সামলাতে সক্ষম।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তথ্য অনুযায়ী, বিটুমিন সড়ক নির্মাণে প্রাথমিক খরচ কম হলেও এর আয়ুষ্কাল স্বল্প এবং বারবার সংস্কার দরকার হয়। বিপরীতে কংক্রিট সড়ক ২০-৩০ বছর পর্যন্ত টেকসই থাকে এবং রক্ষণাবেক্ষণ প্রায় শূন্য।
এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়কের ৯০ কিমি অংশে কংক্রিট ব্যবহার হয়েছে, যা চার বছরে কোনো মেরামতের প্রয়োজন হয়নি। একইভাবে ঢাকা-সিলেট করিডোরে পরীক্ষামূলক ১১ কিমি কংক্রিট সড়কে প্রায় ৫৪ কোটি টাকা সাশ্রয় হবে বলে ধারণা। বিশেষজ্ঞরা বলছেন, কংক্রিট সড়ক শুধু প্রকৌশলগত নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও কার্যকর সমাধান। ভারতসহ অনেক দেশ ইতোমধ্যেই জাতীয় মহাসড়কে এ পদ্ধতি গ্রহণ করেছে।
মন্তব্য করুন: