অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ সমুদ্রসৈকত হামলার ঘটনার পর দেশটির একটি মুসলিম কবরস্থানে নৃশংস ও ঘৃণামূলক ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম সিডনির ন্যারেলান এলাকায় অবস্থিত একটি মুসলিম কবরস্থানের প্রবেশপথে বিচ্ছিন্ন করা শূকরের মাথা ও দেহাংশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সোমবার প্রকাশিত ভিডিওতে কবরস্থানের ভেতর ও আশপাশে এসব পশুর অবশিষ্টাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, রিচার্ডসন রোডের ওই কবরস্থানে পশুর দেহাংশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একাধিক শূকরের মাথা উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আলামত অপসারণ করা হয়েছে।
এই ঘটনা ঘটে বন্ডি বিচে রোববার সন্ধ্যায় সংঘটিত ভয়াবহ গুলিবর্ষণের এক দিন পর। ওই হামলায় বাবা–ছেলে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত এবং ৪২ জন আহত হন। পুলিশ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। হামলার পর কবরস্থানে এ ধরনের তাণ্ডব ঘৃণাজনিত অপরাধের আশঙ্কা আরও জোরালো করেছে।
মন্তব্য করুন: