[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যায় গৃহকর্মী আয়েশা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে ১০ ডিসেম্বর দুপুরে আয়েশাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানান, প্রথমে ঢাকার সাভার এলাকা থেকে আয়েশার স্বামীকে আটক করা হয়। স্বামীর দেওয়া তথ্যের ভিত্তিতেই নলছিটি থেকে আয়েশাকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়। এডিসি জানান, আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে। প্রয়োজনে স্বামীকেও মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

পুলিশ আরও জানায়, তদন্তে জানা গেছে আয়েশা ছয় মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার একটি বাসায় চুরির সঙ্গে জড়িত ছিলেন। নলছিটির যে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটি তার দাদা শ্বশুরের বাড়ি।

নলছিটি থানার ওসি আশরাফ আলী জানান, আয়েশার স্বামীর বাড়ি থেকেই তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি ঢাকার পুলিশ সমন্বয় করছে।

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের একটি বাসা থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই নিহতের স্বামী গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর