[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফের’ আখ্যা দিলেন রাবি শিক্ষক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ ও ‘কাফের’ আখ্যা দিয়ে মন্তব্য করায় তীব্র বিতর্কে জড়িয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান।

৯ ডিসেম্বর সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মাহমুদুল হাসান বলেন, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করেছেন। তার দাবি, ওই লেখায় বেগম রোকেয়াকে ইসলামবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি বুঝতে হলে ‘বড় আলেমদের’ কাছে যাচাই করা প্রয়োজন।

রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব জানান, এটি শিক্ষকের ব্যক্তিগত মতামত এবং তিনি ব্যক্তিগতভাবে এ বক্তব্য সমর্থন করেন না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশে নারীশিক্ষা ও মানবিক চেতনার পথিকৃৎ। তিনি ধর্মবিদ্বেষী নন; বরং কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর