[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগামী রোববার যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। বুধবার প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় খবর সিএমজির।

সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত এবং এর মূল স্প্যানের দৈর্ঘ্য ১,৪২০ মিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় স্প্যানের স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ হিসেবে বিবেচিত। আধুনিক বায়ুপ্রতিরোধী নকশায় তৈরি সেতুটি নির্মাণ করা হয়েছে একটি পাহাড়ি ক্যানিয়নের ওপর দিয়ে।

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক চাং ইয়িন জানান, সেতুটি চালু হলে দুই তীরের মধ্যে যাতায়াত সময় ২ ঘণ্টা থেকে কমে মাত্র ২ মিনিট হয়ে যাবে।

সেতুর পাশে তৈরি হয়েছে পর্যটন অঞ্চল। থাকছে বানজি জাম্পিং, টাওয়ার টপ ক্যাফে ও ভূতাত্ত্বিক জাদুঘর। বছরে ১০ লাখের বেশি পর্যটক এখানে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। এটি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর