[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। দেশটির শীর্ষ আলেম ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের ইন্তেকালের পর তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছে মসজিদে হারাম কর্তৃপক্ষ।

নতুন গ্র্যান্ড মুফতি ড. সালেহ হুমাইদ দীর্ঘদিন ধরে মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধায়ক ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি শুধু একজন ইমাম নন, বরং বিচারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত।

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরার সদস্য এবং ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত এর স্পিকার ছিলেন। বর্তমানে তিনি মক্কার মসজিদুল হারামের ইমাম ও জেদ্দাভিত্তিক আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। তিনি ২০১৬ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ‘ইসলামের সেবায় বিশেষ অবদান’ রাখার জন্য।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর