জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে গাজা সংকট নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বিশ্বনেতাদের সামনে গাজার এক হৃদয়বিদারক ছবি তুলে ধরে তিনি বলেন, “২০২৫ সালে এমন নিষ্ঠুরতার কোনো যৌক্তিকতা থাকতে পারে?”
ছবিতে দেখা যায়, ক্ষুধার্ত নারী ও শিশু খাবারের জন্য হাঁড়ি হাতে অপেক্ষা করছে। এরদোগান বলেন, “এই লজ্জাজনক চিত্র ২৩ মাস ধরে গাজায় চলছে। গাজা আজ মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়।”
তিনি প্রশ্ন তোলেন, “শিশুরা যখন খাদ্য ও ওষুধের অভাবে মারা যাচ্ছে, তখন কীভাবে আমরা নীরব থাকতে পারি?” একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ, এবং গণহত্যাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।
এরদোগান বলেন, যারা নীরব রয়েছে, তারা এই বর্বরতার অংশীদার। বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, “মানবতার পাশে দাঁড়ান, অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। গাজায় যেখানে শিশুরা শিশুদের বড় করছে, সেখানে দয়া করে মানবিক দায়িত্ব পালন করুন।”
মন্তব্য করুন: