[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

ব্যাংককে ব্যস্ত সড়কে হঠাৎ ১৬৪ ফুট গভীর গর্ত, আতঙ্কে হাজারো মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ততম সড়কে হঠাৎ সড়ক ধসে বিশাল আকৃতির একটি সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে দুসিত জেলার সামসেন রোডে, ভাজিরা হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। গর্তটির গভীরতা ছিল প্রায় ১৬৪ ফুট এবং চওড়ায় প্রায় ৯০০ বর্গফুট।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ধীরে ধীরে সড়কের পিচ ঢালাই দেবে যাচ্ছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে এবং পাইপ ফেটে পানি বের হচ্ছে। গর্তটি চার লেনের রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। একপাশ গিয়ে ঠেকে একটি পুলিশ স্টেশনের সামনে, যার নিচের কাঠামোও ধসে যায়।

ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিটিপান্ট জানিয়েছেন, গর্তে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার জন্য আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় এবং নিকটস্থ হাসপাতালের বহির্বিভাগ দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সড়কটি বন্ধ থাকায় শহরের একটি বড় অংশে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ চলছে এবং ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর