সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলয়ে প্রবেশ করেছে পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বিশ্বের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সৌদি আরব ও পাকিস্তানের এ ঐতিহাসিক চুক্তি ন্যাটোর মতো একটি নতুন মুসলিম সামরিক জোট গঠনের পথ খুলে দিতে পারে।
চুক্তির পর ভারতের উদ্বেগ বাড়ছে। বিশেষত, চুক্তিতে বলা হয়েছে ‘যে কোনো এক দেশের ওপর হামলা মানেই উভয় দেশের ওপর হামলা’। বিশ্লেষকদের মতে, এটি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যকে ভারতের বিপক্ষে সরিয়ে দিতে পারে।
বিবিসি ও রয়টার্স জানিয়েছে, চুক্তির মাধ্যমে সৌদি আরব ইসলামি বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হলো। এটি ভারত–সৌদি সম্পর্কেও চাপ তৈরি করতে পারে।
তবে অনেকে বলছেন, দিল্লি হয়তো পরিস্থিতিকে অতিমূল্যায়ন করছে। সৌদি আরব এখনো ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।
ওয়াশিংটনের বিশ্লেষক হুসেইন হক্কানি সতর্ক করেছেন বিষয়টি নির্ভর করবে, রিয়াদ ও ইসলামাবাদ ‘আগ্রাসন’ শব্দটি কিভাবে সংজ্ঞায়িত করে।
মন্তব্য করুন: