[email protected] শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
৬ ভাদ্র ১৪৩২

মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি-পানির প্রতি সদয় হতে হবে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় প্রধান উপদেষ্টা মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান।

১৮ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। 

তিনি আরও বলেন, ‘পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব।’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।

এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। 

সোর্স: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর