[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে আহতদের, বললেন আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম
আপডেট: ২১ জুলাই ২০২৫ ৯:১৮ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজন বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আজ আমাদের জাতীয় জীবনে বিরাট একটি ট্র্যাজেডির দিন। এর আগে এমন ঘটনা ঘটেছে কি না সেটা আমাদের জানা নেই। এ ঘটনায় আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। চিকিৎসার জন্য যত প্রস্তুতি দরকার চিকিৎসকরা করছেন। বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও সে ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এ দুর্ঘটনা কেন ঘটলো তা তদন্ত করে বের করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান জানান, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং ১৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শন শেষে সায়েদুর রহমান বলেন, বার্ন ইনিস্টিটিউটে ৪৩ জন ভর্তি। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত দেড়শজন চিকিৎসাধীন।

এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান, ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

সূত্র: আজকালের খবর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর