ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫ ১২:০৩ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায়। ফলে, বাংলাদেশে কম্পনের মাত্রা কম অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারত ও মিয়ানমার সীমান্ত এর উৎপত্তিস্থল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। 

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর