ajbarta24@gmail.com শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

দিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন আজ, আলোচনায় ৭ ইস্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম

সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে সীমান্ত সম্মেলন করতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছে। খবর এনডিটিভির।

মহাপরিচালক পর্যায়ের চার দিনের ৫৫তম বৈঠকটি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)  ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ সদর দপ্তরে বিজিবি ও বিএসএফ—এর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএসএফ-এর মহাপরিচালক (ডিজি) দালজিত সিং চৌধুরী, এবং বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। 

অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি দুই দেশের মধ্যে প্রথম বৈঠক। ফলে উভয় সীমান্তরক্ষী বাহিনীর জন্যই এই আলোচনার গুরুত্ব অনেক বেশি।

এর আগে, ২০২৩ সালের মার্চ মাসে ঢাকায় এই দ্বিবার্ষিক আলোচনার সর্বশেষ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল।

  1. ঊল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচে বেশি সীমান্ত বাংলাদেশের, ২ হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার, আসামের সঙ্গে ২৬২ কিলোমিটার এবং মিজোরামের সঙ্গে ৩১৮ কিলোমিটার।

সোর্স: Rtv news

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর