ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৮ পৌষ ১৪৩১

সহসমন্বয়ক খালেদ নিখোঁজ এখনও

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ১৯:১২ পিএম
আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ৮:০২ পিএম

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী খালেদ হাসান নিখোঁজ হয়েছেন।

শনিবার বিকেলে তিনি নিখোঁজ হন। এরপর ২৪ ঘণ্টা কেটে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন সমন্বয়ক রিফাত রশিদ।

রবিবার সন্ধ্যায় রিফাত বলেন, ‘খালেদের বিষয়টা প্রত্যেকটি গোয়েন্দা দপ্তর এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দপ্তর টপ প্রায়োরিটি কেস হিসেবে নিয়েছে।

আমরা স্পেশাল ব্রাঞ্চের চিফের সাথে সকল তথ্য শেয়ার করেছি। তিনি ব্যক্তিগতভাবে কেসটা দেখছেন। আমরা সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করে যাচ্ছি।’

এর আগে শনিবার মধ্যরাতে সহসমন্বয়ক খালেদের নিখোঁজ হওয়ার তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

সূত্র: কালের কণ্ঠ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর