ajbarta24@gmail.com সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
৯ পৌষ ১৪৩১

রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’

ন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪ ১১:১২ এএম

ফাইল ছবি

‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’—এমন একটি লেখা খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে ওঠে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে লেখাটি কিছু সময় বিলবোর্ডে থাকে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন রেলস্টেশন অবরোধ করে রাখেন। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আসলাম হোসেন নামের রেলওয়ের এক অপারেটরকে আটক করে পুলিশ। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে লেখাটি দেখার পরেই স্থানীয় ছাত্র–জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতা–কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়।

খুলনা রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ছাত্র–জনতা স্টেশনমাস্টারের কার্যালয়ের সামনে অবরোধ করে রাখেন। পরে তাঁরা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কে আজ রোববার সকালে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, ডিজিটাল বিলবোর্ড একটি প্রতিষ্ঠানের কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি এখনো রেলের কাছে বিলবোর্ড হস্তান্তর করেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানটি ওয়াই–ফাইয়ের মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত। এরই মাঝে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যক্তি আসলাম হোসেন বলেছেন বিলবোর্ড হ্যাক হয়েছে। এ কারণে এমন লেখা উঠে এসেছে।

মাসুদ রানা বলেন, গতকাল রাতেই ঘটনাটি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ পাকশি থেকে কর্মকর্তারা ঘটনাটি তদন্তের জন্য আসছেন। আটক আসলাম হোসেন এখনো পুলিশ হেফাজতে আছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর