ajbarta24@gmail.com রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে কর্মীদের টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪ ১২:১১ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার চন্দ্রা হরীতকীতলা এলাকার মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে চলাচলের একমাত্র সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রবিশেষে ৬ থেকে ৯ মাসের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মকর্তাদের পাওনা দিই-দিচ্ছি করে সময়ক্ষেপণ করছে। আজ বৃহস্পতিবার তাদের বকেয়া সমুদয় পাওনা পরিশোধ করার কথা। এ কারণে কারখানার শ্রমিক এবং এ কারখানা থেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে যাওয়া শ্রমিকেরা ছুটি নিয়ে সকালে বেতনের আশায় কারখানায় আসেন। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ জানায়, টাকার ব্যবস্থা করতে না পারায় আজ পাওনা পরিশোধ সম্ভব হচ্ছে না। এ কারণে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা পাশের মহাসড়কে অবস্থান নেন।

শ্রমিকেরা আরও জানায়, গত আগস্ট মাসেও মাহমুদ জিনস লিমিটেড কারখানার শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া বেতনের দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করতে হয়েছিল। পরে মালিকপক্ষ অনেকের পাওনা পরিশোধ করে দেয়। তারপরও কিছু শ্রমিকের বকেয়া রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. আজাদ রহমান বলেন, আজ সকালে মাহমুদ জিনসের কারখানার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী কারখানার নিয়মিত শ্রমিক এবং অন্যান্য কারখানায় চলে যাওয়া শ্রমিকেরা বেতনের জন্য কারখানা সামনে এসে জড়ো হয়। কিন্তু সাড়ে ৮টার দিকে মালিক পক্ষ থেকে বলা হয়, টাকার ব্যবস্থা করতে না পারায় আজ বেতন দেওয়া সম্ভব নয়। এ কারণে শ্রমিকেরা কারখানার ভেতর থেকে পার্শ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। তাতে সড়কের উপায় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আলোচনা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে গেলেই যান চলাচল শুরু হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর