[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলার তেল বিক্রির আয় দিয়ে শুধু মার্কিন পণ্য কেনার শর্ত যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ ২০:০১ পিএম

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি করবে এবং সেই বিক্রির আয় দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে হবে—এমন শর্তে নতুন তেল চুক্তির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই আয়ের অর্থ দিয়ে আমেরিকান কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের যন্ত্রপাতি কেনা হবে।

ট্রাম্প জানান, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে বেছে নিয়েছে, যা দুই দেশের জনগণের জন্য ইতিবাচক সিদ্ধান্ত। তার ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলা ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে দেবে এবং বাজারমূল্যে বিক্রির সেই আয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানায়, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভেনেজুয়েলার তেল সরবরাহ ও বিপণনের ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ বজায় রাখবে ওয়াশিংটন। তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন হিসাবে জমা থাকলেও পরে তা ভেনেজুয়েলায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, এই চুক্তিতে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি হলেও ভেনেজুয়েলার নীতিনির্ধারণে নির্ভরশীলতা বাড়তে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর