[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে, দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশের বাইরে নেওয়া হয়েছে—এমন দাবি করেছেন ডনাল্ড ট্রাম্প।

এপি ও সিবিএস নিউজের বরাতে বলা হয়, ৩ জানুয়ারি ভোরে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র ‘ভেনেজুয়েলা ও এর নেতার বিরুদ্ধে বৃহৎ পরিসরের অভিযান’ চালিয়েছে।

এর আগে শনিবার ভোরে কারাকাসসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এপির প্রতিবেদনে বলা হয়, অন্তত সাতটি বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হোয়াইট হাউস আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও কর্মকর্তারা সিবিএসকে হামলার নির্দেশের কথা জানান।

এদিকে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসন’ প্রত্যাখ্যান করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি ও প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। মিরান্ডা, আরাগওয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলার কথা বলা হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর