[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

সুইজারল্যান্ডে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৪০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট শহর ক্রাঁ-মোন্তানা-তে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে প্রায় ১০০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। খ্রিষ্টীয় বর্ষবরণ উপলক্ষে বারটিতে বিপুলসংখ্যক মানুষের ভিড় ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৪০। এএফপি-র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে শহরের জনপ্রিয় পানশালা ‘লো কনসটেলশন’-এ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন। তবে এটি কোনো হামলার ফল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে না। নিউইয়র্ক থেকে আসা এক পর্যটক জানান, হঠাৎ বারের ভেতর থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্ধকারে আতঙ্কিত মানুষ চিৎকার করতে করতে বাইরে ছুটে আসতে থাকে।

ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার বলেন, নিহতের আশঙ্কা রয়েছে এবং আহতদের অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালগুলোতে শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় আহতদের সুইজারল্যান্ডের অন্যান্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঘটনার কয়েক ঘণ্টা পরও পানশালার বাইরে অ্যাম্বুলেন্স অবস্থান করছিল। ভাঙা জানালা ও পোড়া গন্ধে পুরো এলাকা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর