নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন জোহরান মামদানি। বর্ষবরণের রাতে এক ব্যতিক্রমী আয়োজনে পরিত্যক্ত একটি স্টেশনে প্রথম দফা শপথ নেওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিটি হলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বার শপথ নেন তিনি।
এ সময় স্ত্রী রামা দুয়াজির হাতে থাকা পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন ইতিহাস গড়া এই মুসলিম মেয়র। শপথ বাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ, সিনেটর বার্নি স্যান্ডার্স।
শপথ অনুষ্ঠানে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, সদ্য বিদায়ী মেয়র এরিক এডামসসহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর প্রথম ভাষণে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটিকে সব শ্রেণির মানুষের বসবাসের উপযোগী নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। তিনি নগরবাসীর জীবনমান উন্নয়ন, অভিবাসীদের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।
এদিকে শপথ উপলক্ষে সকাল থেকেই নিউ ইয়র্ক সিটি হল এলাকায় হাজারো মানুষ জড়ো হন। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠান কেবল ক্ষমতা গ্রহণ নয়, বরং নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরই নির্ভর করবে ‘মামদানি যুগ’-এর ভবিষ্যৎ সাফল্য।
মন্তব্য করুন: