বিবিসির ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এডিটর জন সিম্পসন বলেছেন, পেশাদার জীবনের ছয় দশকে তিনি ২০২৫ সালের মতো উদ্বেগজনক সময় আর দেখেননি। তাঁর মতে, একাধিক যুদ্ধ নয়, বরং একটি সংঘাত এমন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করছে, যা পুরো বিশ্বব্যবস্থাকে বদলে দিতে পারে।
ইউক্রেন যুদ্ধকে তিনি সবচেয়ে বিপজ্জনক আখ্যা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই সতর্ক করেছেন, এই যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। রাশিয়া ও NATO-এর উত্তেজনা ইউক্রেন ছাড়িয়ে সাইবার হামলা, গুপ্তহত্যা ও অবকাঠামোগত হুমকিতে বিস্তৃত হয়েছে।
গাজা, ইউক্রেন ও সুদানের যুদ্ধ ২০২৫ সালকে রক্তক্ষয়ী বছরে পরিণত করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্ব নেতৃত্ব থেকে সরে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে আরও আগ্রাসী করছে।
জন সিম্পসনের মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো হঠাৎ শুরু হবে না, তবে এর প্রক্রিয়া ইতোমধ্যেই দৃশ্যমান।
মন্তব্য করুন: