ইয়েমেনের মুকাল্লা বন্দরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সীমিত বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউত দখল করে নেয় দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী Southern Transitional Council (এসটিসি)। এরপর বন্দর এলাকা ছাড়ার আহ্বান জানানো হলেও গোষ্ঠীটি সরে না যাওয়ায় মঙ্গলবার এই হামলা চালানো হয়।
ইয়েমেন সরকার ও সৌদি আরব জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য বন্দরে আনা অস্ত্রের চালান। সরকারি সূত্রের দাবি, এসব অস্ত্র সরবরাহ করেছে সংযুক্ত আরব আমিরাত। হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এক বিবৃতিতে জানায়, নিজেদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’ এবং তা যে কোনো মূল্যে রক্ষা করা হবে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, অনুমতি ছাড়াই ট্র্যাকিং বন্ধ রেখে দুটি জাহাজ বন্দরে প্রবেশ করে অস্ত্র খালাস করে। এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রধান রাশেদ আল-আলিমি আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন: