[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৭ পৌষ ১৪৩২

হাদি হত্যা নিয়ে গুজব-প্রতিবাদ, গ্রেপ্তারের খবর নাকচ করল ভারতের দুই রাজ্যের পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারতে পালানোর অভিযোগ ঘিরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে হত্যায় সহায়তাকারী পাঁচজনকে গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা আনুষ্ঠানিকভাবে নাকচ করেছে West Bengal Police।

সোমবার নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) প্রতিবেশী দেশের কোনো নাগরিককে সাম্প্রতিক কোনো ঘটনার প্রেক্ষাপটে গ্রেপ্তার করেছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়।

এর আগে কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল, হাদি হত্যার পলাতক আসামিদের সহায়তার অভিযোগে পাঁচজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দাবি করলেও মেঘালয়ে গ্রেপ্তারের তথ্য অস্বীকার করেছে ্মেঘালয় পুলিশ। ফলে তদন্ত ও তথ্যের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর