[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৭ পৌষ ১৪৩২

আধীপত্যবাদী ভারতও খালেদা জিয়াকে কুর্নিশ করল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মৃত্যুতে ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন মোদি।

ভারতের বিরোধীদলীয় নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শোকবার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও পৃথক বার্তায় শোক প্রকাশ করেন।

এর আগে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পর্যবেক্ষকদের মতে, খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ভারতের এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতাকেও নতুনভাবে সামনে এনেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর