[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৭ পৌষ ১৪৩২

Council on Foreign Relations

দক্ষিণ এশিয়ায় যুদ্ধের শঙ্কা, ২০২৬ সালে মুখোমুখি সংঘাতে যেতে পারে ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় নতুন করে সশস্ত্র সংঘাতের ঝুঁকি দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক Council on Foreign Relations (সিএফআর)। সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে।

মার্কিন পররাষ্ট্রনীতি–বিশেষজ্ঞদের ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাশ্মীরকে কেন্দ্র করে চলমান উত্তেজনা এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে। এতে স্মরণ করিয়ে দেওয়া হয়, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিন দিনের সামরিক সংঘর্ষ হয়। ওই সময় ভারত ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায় এবং পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা বাড়ছে। সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বৃদ্ধি পেলে ২০২৬ সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেও সীমিত সংঘাতের আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর