[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৭ পৌষ ১৪৩২

বিশ্বের রাজনীতিতে ট্রাম্পের ছায়া, কে হবেন রাষ্ট্রপ্রধান, সেটিও কি তাঁর ইশারায়?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচারকে ক্রমেই উপেক্ষা করছেন। যেখানে অধিকাংশ রাষ্ট্রপ্রধান অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে প্রকাশ্যে দূরে থাকেন, সেখানে ট্রাম্প সরাসরি নিজের পছন্দের নেতাদের পক্ষে অবস্থান নিচ্ছেন।

সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প নিজেকে এক ধরনের বৈশ্বিক জনতুষ্টিবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, হন্ডুরাস, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের একাধিক দেশে তিনি কট্টর ডানপন্থী বা জাতীয়তাবাদী শক্তিকে উৎসাহ দিচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার নিয়েও ট্রাম্প প্রকাশ্যে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন, যা দেশটির নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বাণিজ্য শুল্ক, সামরিক চাপ ও অর্থনৈতিক সহায়তাকে তিনি পররাষ্ট্রনীতির অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

সিএনএনের মতে, যুক্তরাষ্ট্র অতীতেও গোপনে এমন হস্তক্ষেপ করেছে, তবে ট্রাম্প তা করছেন প্রকাশ্যে ও আক্রমণাত্মকভাবে, যা বৈশ্বিক গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর