[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুল থেকে ২২৭ শিক্ষার্থী ও কর্মী অপহরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় একটি ক্যাথলিক আবাসিক স্কুল থেকে ২২৭ জন শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়েছে। বিবিসি জানায়, শুক্রবার ভোরে নাইজার রাজ্যের পাপিরির সেন্ট মেরিজ স্কুলে হামলাটি ঘটে।

খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার তথ্য অনুযায়ী, অপহৃতদের মধ্যে ২১৫ জন শিক্ষার্থী এবং ১২ জন কর্মী রয়েছেন। নিরাপত্তা সংকটের কারণে রাজ্য সরকার আগেই সব আবাসিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল, তবে অনুমতি ছাড়াই স্কুলটি খোলা হয়েছিল বলে অভিযোগ করেছে প্রশাসন।

রাজ্য সরকারের দাবি, গোয়েন্দা সতর্কবার্তা থাকা সত্ত্বেও স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। অপহৃতদের স্বজনরা এখন চরম আতঙ্ক ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে ‘দস্যু’ নামে পরিচিত সশস্ত্র ব্যক্তিরা হোস্টেলে ঢুকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যায়। নিরাপত্তা বাহিনী অপহৃতদের উদ্ধারে জঙ্গলে চিরুনি অভিযান চালাচ্ছে।

নাইজেরিয়ায় এটি চলতি সপ্তাহের দ্বিতীয় বড় গণ–অপহরণের ঘটনা। এর আগে, সোমবার কেব্বি রাজ্যের আরেক আবাসিক স্কুল থেকে ২০ জনের বেশি মুসলিম ছাত্রীকে অপহরণ করা হয়। এছাড়া কোয়ারা রাজ্যের এক গির্জায় হামলায় দুজন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়েছে।

বর্ধমান সহিংসতার পর প্রেসিডেন্ট বোলা টিনুবু তার বিদেশ সফর বাতিল করেছেন। যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে খ্রিস্টানদের ওপর সহিংসতা রোধে জরুরি ব্যবস্থা নিতে বলেছে, তবে সরকার বলছে—সন্ত্রাসীরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে টার্গেট করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর