[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানে সেনা অভিযানে ভারত সমর্থিত ২৩ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে আলাদা দুটি অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী মোট ২৩ সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, নিহতদের ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, এসব সশস্ত্র গোষ্ঠী সীমান্ত এলাকায় নাশকতা ও হামলার পরিকল্পনা করছিল।

বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় বাজাউড় জেলায়। সেখানে নিরাপত্তা বাহিনী এক শীর্ষ কমান্ডারসহ ১১ সন্ত্রাসীকে হত্যা করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

একই দিন আরেকটি অভিযান চালানো হয় খাইবার পাখতুন খাওয়ার ডেরা ইসমাইল খান অঞ্চলে, যা সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। সেখানে আরও ১২ জন সন্ত্রাসী নিহত হয়। অভিযানপরবর্তী এলাকায় এখনো তল্লাশি চলছে, যাতে কোনো পালাতক বা লুকিয়ে থাকা সদস্য এড়িয়ে না যায়।

পাকিস্তান জানিয়েছে, ‘ভারতের সমর্থনপুষ্টএসব সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুন খাওয়ায় সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী অঞ্চলে তৎপরতা আরও বাড়িয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর