[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ায় শিশুদের ফেসবুক, টিকটক ব্যবহার বন্ধ হচ্ছে ডিসেম্বরে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গত বছর পাস হওয়া আইন কার্যকর হতে যাচ্ছে। চলতি সপ্তাহ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব প্রধান প্ল্যাটফর্মকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে প্ল্যাটফর্মগুলোকে ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করে অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।

মেটা জানিয়েছে, তারা ডিসেম্বর থেকে এসব অ্যাকাউন্ট অপসারণ শুরু করবে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

অস্ট্রেলিয়ার সরকার বলছে, ১০ ডিসেম্বরের পর নির্দেশনা না মানলে প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে ৩২ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। ভুলভ্রান্তির সম্ভাবনা বিবেচনায় ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে, যেমন ভিডিও সেলফি বা জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে প্রকৃত বয়স প্রমাণ করা যাবে।

তবে নতুন আইনকে অনেক প্রযুক্তি কোম্পানি অস্পষ্ট এবং অতিরিক্ত কঠোর বলে সমালোচনা করেছে। মেটাও জানিয়েছে, অনলাইন নিরাপত্তার লক্ষ্যে সরকারকে সমর্থন করলেও কিশোরদের পুরোপুরি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন করা কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়।

এই আইন বাস্তবায়ন কতটা কার্যকর হয়, তা নজরে রেখেছে অন্য দেশগুলোও। নিউজিল্যান্ড শিগগিরই একই ধরনের বিল সংসদে তুলছে এবং নেদারল্যান্ডস ১৫ বছরের নিচে টিকটক স্ন্যাপচ্যাট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর