নেপালে আবারও জেন-জি বিক্ষোভের উত্তাপে নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে গেছে, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গত সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতনের পর এটিকে সবচেয়ে বড় সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে।
এনডিটিভির খবরে জানা যায়, বারা জেলায় জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে কেপি ওলি নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে এবং স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ বহাল রাখে।
বুধবার সিমারা এলাকায় দুই পক্ষ পৃথক বিক্ষোভে জড়ালে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিমানবন্দরের কাছের এলাকায় হাতাহাতির ঘটনাও ঘটে। নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, গুরুতর আহতের খবর এখনো পাওয়া যায়নি।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সব রাজনৈতিক দলকে উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেন, ২০২৬ সালের ৫ মার্চের নির্বাচনের আগে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার তিনি ১১০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। কার্কি বলেন, দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে গড়ে উঠবে এবং সে পথকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
মন্তব্য করুন: