[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৫ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে জাপান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

জাপান বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কাশিওয়াজাকি-কারিওয়া’ পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে। ২০১১ সালে ফুকুশিমা দাইচি দুর্ঘটনার পর দেশটি সব পারমাণবিক রিঅ্যাক্টর বন্ধ করে দিয়েছিল। কিন্তু শক্তি নিরাপত্তা জোরদার, কার্বন নিঃসরণ কমানো এবং আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্য থেকে জাপান আবার পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে।

কিয়োডো নিউজ নিক্কেই বিজনেস ডেইলি জানায়, নিগাতা প্রদেশের গভর্নর হিদেয়ো হানাজুমি চলতি সপ্তাহেই বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর অনুমতি দেবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার তিনি এই বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সাতটি রিঅ্যাক্টর থাকা এই কেন্দ্রের প্রথমে কেবল একটি রিঅ্যাক্টরই চালু করা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে কেন্দ্রটি সম্পূর্ণরূপে সক্রিয় করা যায়।

ফুকুশিমার পর নতুন কঠোর নিরাপত্তা বিধিমালা আরোপ করা হলে জাপানের ১৪টি রিঅ্যাক্টর ইতোমধ্যে পুনরায় চালু হয়েছে, যেগুলোর বেশিরভাগই দেশটির পশ্চিম দক্ষিণ অঞ্চলে অবস্থিত। কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালু হলে ফুকুশিমার পর টেপকো পরিচালিত প্রথম কোনো কেন্দ্র কার্যক্রমে ফিরবে।

জাপান সরকার ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করতে চায় এবং তার জন্য পারমাণবিক শক্তিকে নির্ভরযোগ্য পরিষ্কার জ্বালানি উৎস হিসেবে বিবেচনা করছে। ফলে কেন্দ্রটি পুনরায় চালুর সিদ্ধান্ত দেশটির দীর্ঘমেয়াদি জ্বালানি নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর