[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৫ অগ্রহায়ণ ১৪৩২

রাশিয়ার দূতাবাস বন্ধ করতে যাচ্ছে পোল্যান্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

রাশিয়ার দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বুধবার জানিয়েছেন, দান্সক শহরে অবস্থিত রুশ দূতাবাস পরিচালনার অনুমোদন শিগগিরই প্রত্যাহার করা হবে। সম্প্রতি পোলিশ রেলব্যবস্থায় ধারাবাহিক নাশকতার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সপ্তাহান্তে ওয়ারশা-লুবলিন রেললাইনের দুটি কৌশলগত অংশে গোপন হামলা চালানো হয়। লুবলিন অঞ্চলের দক্ষিণে রেললাইন বিকৃত করা হয় এবং একটি বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়। ওয়ারশা থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে মিকা গ্রামে রেললাইনে বিস্ফোরণের ঘটনাও ঘটে। স্থানীয় বাসিন্দারা শনিবার রাতের তীব্র বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুসক জানিয়েছেন, নাশকতায় জড়িত দুই ব্যক্তি ইউক্রেনের নাগরিক হলেও তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে ধারণা মিলেছে। ঘটনাগুলোকে পোল্যান্ডের নিরাপত্তা অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত সমন্বিত গুপ্তচরবৃত্তিমূলক অপারেশন হিসেবে দেখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কি বলেন, শুধু কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে পোল্যান্ড শিগগিরই প্রতিক্রিয়া জানাবে। তিনি ইঙ্গিত দেন যে সরকারের জবাব হবে আরও কঠোর বাস্তবধর্মী, যাতে ভবিষ্যতে ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকানো যায়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর