যুক্তরাষ্ট্রের ওকলাহোমার চিকাশা শহরে ট্রাফিক আইন ভঙ্গসহ নির্দিষ্ট কিছু পৌর অপরাধের জরিমানা পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নগদ টাকা না দিয়েই নাগরিকরা জরিমানা মেটাতে পারবেন, অপচনশীল খাদ্যদ্রব্য দান করে। শহর কর্তৃপক্ষের ‘ফুড ফর ফাইন’ নামের এই উদ্যোগ নভেম্বর মাসজুড়ে কার্যকর থাকবে।
এ ব্যবস্থায় প্রত্যেকটি খাবারের আইটেমের বিনিময়ে ১০ ডলার করে জরিমানা কমানো হবে, এবং একজন সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত জরিমানা মওকুফের সুবিধা পাবেন। যাদের বিরুদ্ধে জরিমানা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তারাও ভয় ছাড়াই এই সুবিধা নিতে পারবেন। যাদের জরিমানার পরিমাণ ১০০ ডলারের বেশি, তারা অবশিষ্ট অংশ আলাদাভাবে পরিশোধের পরিকল্পনা করতে পারবেন।
শুধু পৌর আদালতই নয়—চিকাশা পাবলিক লাইব্রেরিও সুবিধাটি গ্রহণ করেছে। সময়মতো বই ফেরত দিতে না পারা পাঠকেরা ডিসেম্বরজুড়ে খাবার দান করে লাইব্রেরির জরিমানা কমাতে পারবেন। তবে বই হারানো বা নষ্ট করলে এই ছাড় প্রযোজ্য হবে না।
চিকাশা কর্তৃপক্ষ জানিয়েছে, সংগৃহীত সব খাদ্যদ্রব্য স্থানীয় ‘চিকাশা ইমার্জেন্সি ফুড প্যানট্রি’-তে দান করা হবে, যাতে নিম্ন আয়ের পরিবারগুলো উপকৃত হয়। যুক্তরাষ্ট্রে এর আগে আরও কয়েকটি শহর ‘ফুড ফর ফাইন’ প্রকল্প চালু করেছে এবং কিছু শহরে বহু বছর ধরে এটি চলমান।
মন্তব্য করুন: