[email protected] রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন ওল্ড সিটিতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধর্মীয় উৎসব ‘সারা’স ডে’ উদ্যাপনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর কঠোর কারফিউ জারি করেছে ইসরায়েল। সমাজকর্মী আরেফ জাবের জানান, শুক্রবার সকাল থেকেই ইসরায়েলি সেনারা ওল্ড সিটির সব প্রবেশপথ ও সামরিক তল্লাশিচৌকি বন্ধ করে দিয়েছে।

ফলে বহু ফিলিস্তিনি নিজ বাড়িতে ফিরতে না পেরে স্বজনদের বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন।

জাবের বলেন, শুক্রবার শনিবারদুই রাতেই কয়েক ইহুদি বাসিন্দা শোভাযাত্রা নিয়ে ওল্ড সিটিতে প্রবেশ করে, যার পূর্ণ নিরাপত্তা দেয় ইসরায়েলি বাহিনী। শোভাযাত্রায় দেওয়া উসকানিমূলক স্লোগান এলাকায় উত্তেজনা আরও বাড়িয়েছে। তার আশঙ্কা, ইব্রাহিমি মসজিদ পুরো দখলে নিয়ে সেটিকে সিনাগগে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবেই মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হেবরনের এই অংশ পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে, যেখানে প্রায় ৪০০ ইহুদি পরিবার বসতি স্থাপন করেছে এবং তাদের নিরাপত্তায় মোতায়েন আছে ,৫০০ ইসরায়েলি সেনা। ১৯৯৪ সালে একজন ইহুদি বন্দুকধারী ২০ ফিলিস্তিনি মুসল্লিকে হত্যার পর মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে দেয় ইসরায়েল৬৩ শতাংশ ইহুদিদের জন্য এবং ৩৭ শতাংশ মুসলিমদের জন্য।

ইসরায়েল বছরে ১০ দিন মসজিদটি মুসলিমদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখে, যাতে ইহুদিরা উৎসব পালন করতে পারে। বর্তমান কারফিউয়ের সময় মুসলিমদের মসজিদে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর