[email protected] রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

সহিংসতা ও মেয়র হত্যার প্রতিবাদে মেক্সিকোতে জেন–জি বিক্ষোভের ঝড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

মেক্সিকোজুড়ে সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটিতে ছড়িয়ে পড়েছে জেন–জি ধাঁচের বিক্ষোভ আন্দোলন। দুর্নীতিবিরোধী মেয়র কার্লোস মানজোকে ১ নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করার পর ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। গত শনিবার দেশজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে, বিশেষ করে মেক্সিকো সিটিতে বিক্ষোভ সবচেয়ে তীব্র আকার ধারণ করে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেসের চারপাশে স্থাপিত ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

মেক্সিকো সিটির নিরাপত্তা সচিব পাবলো ভাসকেজ জানান, সংঘর্ষে ১০০ পুলিশ আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি ২০ জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকানসহ বিভিন্ন শহরেও একই ধরনের বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা শেনবাউমের দল মোরেনাকে লক্ষ্য করে স্লোগান তোলেন এবং সহিংসতা দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মধ্যে অনেকে অভিযোগ তুলেছেন যে কার্লোস মানজোকে সরকারই রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এমনকি কেউ কেউ বলেন, ‘কার্লোস মারা যাননি, সরকার তাঁকে হত্যা করেছে।’

অন্যদিকে শেনবাউম সরকার দাবি করছে, এই বিক্ষোভের বড় অংশ সংগঠিত করেছে ডানপন্থী রাজনৈতিক বিরোধীরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বটের মাধ্যমে আন্দোলনকে উসকানি দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতি মেক্সিকোর নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর