জর্ডানে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে পশ্চিম তীরে প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। অথচ এই বাহিনী গাজায় ‘সন্ত্রাসবাদ দমন’ ও নিরাপত্তা রক্ষায় ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
জানা গেছে, জর্ডানের হাতে থাকা উল্লেখযোগ্য মার্কিন অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে। অতীতে এই বাহিনী পশ্চিম তীরে ছয় সপ্তাহ প্রশিক্ষণ পেলেও বর্তমানে গতি আরও বাড়ানো হয়েছে।
গাজা যুদ্ধ বন্ধ ও পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর, ফ্রান্স, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে একাধিক বৈঠক হচ্ছে। ট্রাম্পের ২০ দফা প্রস্তাবনায়ও এই বাহিনীকে ব্যবহার করার কথা রয়েছে। মিশর ও জর্ডানকে প্রশিক্ষণে প্রধান দায়িত্বও দেওয়া হয়েছে।
তবে ইসরায়েলের বাধার কারণে পশ্চিম তীরে এই বাহিনীর বাস্তব ভূমিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
মন্তব্য করুন: