জাপানের ইজু দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার আঘাত হেনেছে ‘হালোং’ নামের একটি ভয়ংকর টাইফুন। এর প্রভাবে শুরু হয়েছে তীব্র ঝড়ো হাওয়া, ভারী বর্ষণ এবং বিশাল ঢেউয়ের তাণ্ডব। টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ)।
ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলীয় এলাকাজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সিএনএন ও জাপান টাইমস-এর প্রতিবেদন অনুসারে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে দ্রুত তীরে ফিরিয়ে আনা হয়েছে।
সরকার দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতির নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।
টাইফুন হালোংয়ের এই ভয়াবহতা জাপানে বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন: