বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টন চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এই সহায়তা বিতরণ করবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গুনসান বন্দর থেকে চালবোঝাই জাহাজ রওনা দেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর তারাজুল ইসলাম, কোরিয়ার কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডব্লিউএফপির প্রতিনিধি।
দূতাবাস কোরিয়ার এ সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতার আহ্বান জানায়।
এই সহায়তা রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন: