গাজায় ভয়াবহ যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়ায় শুরু হয় অবিরাম সামরিক অভিযান। এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ, যাদের ৮০ শতাংশই বেসামরিক নাগরিক; আহত প্রায় ১ লাখ ৭০ হাজার।
বোমা, দুর্ভিক্ষ, অবরোধ আর চিকিৎসার অভাবে শিশু থেকে বৃদ্ধ সবার জীবন প্রায় বিপন্ন। ৯৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত, ধ্বংস হয়েছে ৯২ শতাংশ ঘরবাড়ি ও ৯০ শতাংশ স্কুল।
৩৬টি হাসপাতালের মধ্যে শুধু ১৪টি আংশিকভাবে চালু আছে। অপুষ্টিতে মারা গেছে ১০০-র বেশি শিশু। জাতিসংঘ বলছে, ধ্বংস ও মৃত্যুহার গণহত্যার শর্ত পূরণ করে।
গাজায় এখন ঘনবসতিতে বিষাক্ত ধ্বংসাবশেষে বাস করছে লাখো মানুষ। খাবার, পানি, ওষুধের অভাবে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। বিশ্ব নীরব থাকলেও, গাজার আকাশে এখনো বারুদ, রাস্তায় ভাঙা ইট-পাথর, ধুলো, আর মানুষের মুখে চিরক্লান্তির ছাপ। এই যুদ্ধ শুধু গাজাকে নয়, মানবতার বিবেককেও গভীরভাবে ক্ষতবিক্ষত করেছে।
মন্তব্য করুন: