নোবেল শান্তি পুরস্কারের জন্য ২০২৫ সালে নিজের মনোনয়নের পক্ষে সক্রিয় প্রচারে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আব্রাহাম চুক্তি, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা ও গাজা শান্তি প্রস্তাবকে তার শান্তি প্রচেষ্টার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন।
তবে নোবেল বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের পুরস্কার জেতার সম্ভাবনা খুবই কম। অসলো-ভিত্তিক গবেষকরা বলছেন, নোবেল কমিটি সাধারণত দীর্ঘমেয়াদি, টেকসই শান্তি প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, যেখানে ট্রাম্পের পদক্ষেপগুলো স্বল্পমেয়াদি ও শিরোনাম-ভিত্তিক।
বিশেষজ্ঞরা আরও মনে করেন, ট্রাম্পের আত্মপ্রচারমূলক আচরণ ও কৌশল নরওয়ের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক, যা নম্রতা ও স্থিতিশীলতাকে মূল্য দেয়।
যদিও ট্রাম্পের মনোনয়ন গৃহীত হয়েছে, বিশ্লেষকদের মতে, পুরস্কার না পেলেও তিনি একে নিজের রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করবেন। আর যদি পান, তা হবে নোবেল ইতিহাসের অন্যতম বিস্ময়।
মন্তব্য করুন: