[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

গাজায় দখলদার ইসরাইলের বর্বতার শেষ কোথায়?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

দুই বছর ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সঙ্গীত উৎসব হামলার পর যুদ্ধ শুরু হয়।

ইসরায়েল দাবি করে, ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন অপহৃত হয়, যাদের মধ্যে এখনো ৪৮ জন জিম্মি রয়েছে। বিপরীতে ইসরায়েলি অভিযানে প্রাণ হারায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজায় মানবিক সহায়তা সীমিত, খাদ্য সংকট দুর্ভিক্ষে দুর্বিষহ অবস্থা। যুদ্ধ ছড়িয়েছে লেবানন, সিরিয়া, ইরান ইয়েমেনেও। যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের পাশে নেই কোনো বড় শক্তি।

সম্প্রতি ট্রাম্প ২০ দফা শান্তি পরিকল্পনা দিয়েছেন যার মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি হামাস নিরস্ত্রীকরণ। তবে তা এখনো বাস্তবায়ন হয়নি।

বিশ্বজুড়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন বেড়েছে। জাতিসংঘের ২০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও জোরালো হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর