[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্রে শাটডাউন দীর্ঘায়িত হলে ছাঁটাই শুরু হতে পারে: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন পাঁচ দিন পেরিয়ে গেলেও কংগ্রেসে তহবিল বরাদ্দ নিয়ে কোনো সমাধান হয়নি। হোয়াইট হাউস সতর্ক করেছে, শাটডাউনের মেয়াদ আরও বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই শুরু হতে পারে।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ। ফলে আংশিক শাটডাউন দীর্ঘায়িত হতে পারে, যার প্রভাব পড়বে সরকারি চাকরিজীবীদের ওপর।

এই অচলাবস্থায় অতি জরুরি সেবাগুলো ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ রয়েছে। লক্ষাধিক কর্মী বেতন না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। কংগ্রেসে নতুন করে ভোটাভুটি হলেও, দুই দলের মধ্যে ঐক্যমত্যের সম্ভাবনা নেই বললেই চলে।

ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। তবে ডেমোক্র্যাটরা বলছে, প্রেসিডেন্টের একগুঁয়ে অবস্থানই সংকটের মূল কারণ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর