[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

গাজায় পৌঁছাতে আর কত সময় লাগবে, স্পষ্ট করলেন ড. শহিদুল আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজামুখী আন্তর্জাতিক মানবাধিকার বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বড় জাহাজ কনসায়েন্স-এ অবস্থান করছেন বাংলাদেশি আলোকচিত্রী ও অধিকারকর্মী ড. শহিদুল আলম। রোববার গাজায় পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বিত হচ্ছে বলে তিনি নিজেই জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহিদুল আলম বলেন, কনসায়েন্স এবং আরেকটি নৌযান থাউজেন্ড ম্যাডলিনস-এর গতি ট্র্যাক করতে ‘ফরেনসিক আর্কিটেকচার’ নামক একটি সাইট ব্যবহার করা যেতে পারে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) বহরের ওপর কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, সেটির ওপর নির্ভর করবে তারা আদৌ গাজা পৌঁছাতে পারবে কি না। তিনি জানান, অতীতে অনেক সময় তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে কিংবা কারাগারে নেওয়া হয়েছে।

ড. শহিদুল আলম বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান গাজার অবরোধ ভাঙতে ইসরায়েলের ওপর জনচাপ সৃষ্টির জন্য একযোগে পদক্ষেপ নিতে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর