[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকিতে ভারতকে কড়া জবাব পাকিস্তানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

এপ্রিলে কাশ্মীরের পেহেলগাম হামলার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তীব্রভাবে উত্তেজিত। দুই পক্ষই সামরিক ও কূটনীতিকভাবে শক্তিবর্ধন করে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে ভারত সৌদি ও আমেরিকাসহ অন্য শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, পাকিস্তানও প্রতিরক্ষা সমঝোতা ও জোটের দিকে নজর দিচ্ছে।

সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি জানালে পাকিস্তানও তাতে কড়া জবাব দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী একটি জোরালো বিবৃতিতে জানিয়েছে, এক্ষেত্রে পাকিস্তান অন্যরকমভাবে জবাব দেবে এবং ‘প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পাল্টা হামলার সক্ষমতা’ রাখে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যমে গত অভিযানের পাল্টা হুঁশিয়ারি দেন ও ভারতের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করেন। দুই দেশের উচ্চ পর্যায়ের এসব উসকানিমূলক মন্তব্যে অঞ্চলটিতে সংঘাতের আশঙ্কা বাড়েছে এবং কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর