[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের যু*দ্ধ বন্ধের আহ্বানের পরও ৭০ ফিলিস্তিনিকে হ*ত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও, গাজায় শনিবার নতুন করে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে প্রায় ৭০ জন নিহত হন, যার মধ্যে গাজা শহরেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন। এদিকে, ট্রাম্পের প্রস্তাবে হামাস আংশিক সম্মতির পর ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমট্রুথ সোশ্যালেতেল আবিবের হস্টেজ স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভের ছবি শেয়ার করেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানেই নিয়মিত জিম্মিমুক্তির দাবিতে বিক্ষোভ হচ্ছে।

আলাদা এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, গাজার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরাইল। হামাস চূড়ান্ত অনুমোদন দিলে অবিলম্বে যুদ্ধবিরতি শুরু হবে। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই জিম্মি বন্দি বিনিময় শুরু হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর