[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

জর্জিয়ায় নির্বাচনী অভিযোগ নিয়ে দফায় দফায় বিক্ষোভ, পুলিশের দমন পীড়ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

তিবলিসিতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত ও গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে শনিবার ব্যাপক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। হাজার হাজার মানুষ জর্জিয়া ও ইইউর পতাকা হাতে রাস্তায় নেমে শত প্রতিক্রিয়া জানায়; বিরোধী দলগুলো স্থানীয় নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন তীব্র করে।

অপেরা কণ্ঠশিল্পী ও আন্দোলন সংগঠক পাতা বুড়চুলাদজে শাসক দল জর্জিয়ান ড্রিমের ছয় শীর্ষ নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে ঢোকার চেষ্টা করলে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে দাঙ্গা পুলিশ পিপার স্প্রে ও জলকামান ব্যবহার করে বিক্ষোভভঙ্গ করে এবং বহু বিক্ষোভকারী আটক হন। গত পার্লামেন্ট নির্বাচনের পর থেকে দেশটি রাজনৈতিক অচলাবস্থায়; ইইউতে যোগদানের আলোচনা আপাতত স্থগিত।

সরকারবিরোধী কর্মী, স্বাধীন গণমাধ্যম ও পশ্চিমামুখী নেতাদের ওপর কয়েক মাসে দমননীতি বেড়েছে এবং বহু বিরোধী নেতা কারাগারে রয়েছেন। নিরাপত্তার ভয়ে অনেকে কালো পোশাক, হেলমেট ও গ্যাসমাস্ক পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। সরকার সড়ক অবরোধ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শতাধিককে জরিমানা করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর