তিউনিসিয়ায় প্রেসিডেন্ট কাইস সাঈদকে ‘অপমানজনক’ মন্তব্য করায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্তের নাম সাবের শুশান।
তার আইনজীবী উসামা বুতেলজা জানান, ফেসবুকে পোস্ট দিয়ে ভুয়া তথ্য ছড়ানোসহ একাধিক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়টি ঘোষণা করে নাবেউল শহরের একটি আদালত।
এই রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করা হবে বলে জানানো হয়েছে।
২০২২ সালে প্রেসিডেন্ট সাঈদ ডিক্রি নামে একটি আইন জারি করেন, যেখানে অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই আইনটি বাকস্বাধীনতার কণ্ঠরোধ করছে।
ডিক্রি ৫৪-এর আওতায় বহু সমালোচককে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে প্রেসিডেন্ট সাঈদ বলেছেন, বিচার বিভাগ স্বাধীন এবং ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে।
মন্তব্য করুন: