[email protected] রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
২১ পৌষ ১৪৩২

সোমবার থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সবচেয়ে আলোচিত বিভাগ শান্তিতে নোবেল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকলেও বিশেষজ্ঞরা তার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

এবার শান্তির পুরস্কারের তালিকায় উঠে এসেছে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন কারাবন্দি সাংবাদিকদের নাম। নরওয়ের পার্লামেন্টের মনোনীত সদস্যরা যাচাই-বাছাই শেষে ১০ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণা করবেন।

বছর ৩৩৮ জন মনোনীত হলেও নোবেল কমিটি তাদের পরিচয় গোপন রাখে। তবে সুপারিশকারীরা চাইলে প্রার্থীর নাম প্রকাশ করতে পারেন। এবার তালিকায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, হংকংয়ের মানবাধিকার কর্মী চৌ হ্যাং-তুং কানাডার আইনজীবী আরউইন কটলারের নাম।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে বিজয়ীকে দেওয়া হবে ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর