[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

ফ্রিডম ফ্লোটিলার নৌবহর জব্দ: ইসরাইল সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ইহুদিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ৩:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ইসরাইলি বাহিনীর হাতে ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহর জব্দ করার ঘটনায় এবার প্রতিবাদে নামলেন খোদ ইহুদিরা। শুক্রবার ইসরাইল উপকূলে শতাধিক শান্তিকামী ইসরাইলি নাগরিক বিক্ষোভে অংশ নেন। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে শ্লোগান দেওয়া এসব বিক্ষোভকারীরা গাজার জনগণের প্রতি সংহতি জানান।

তাদের দাবি, নেতানিয়াহুর সরকার যুদ্ধের নামে ফিলিস্তিনিদের ওপর জাতিগত নির্মূল চালাচ্ছে। ফ্লোটিলা জব্দ মানবাধিকার কর্মীদের আটকের নিন্দা জানিয়ে তারা বলেন, এই আচরণ মানবাধিকার লঙ্ঘন।

এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে কয়েকজনকে আটক করা হয়।

ঘটনায় বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থি আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, গাজায় খাদ্য চিকিৎসা পৌঁছাতে না দেওয়াটাই আসল অপরাধ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর