মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের ত্বকের কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে তা ব্যবহার করে প্রাথমিক স্তরের মানব ভ্রূণ তৈরি করেছেন। ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকরা ডিম্বাণুর নিজস্ব ডিএনএ সরিয়ে ত্বকের কোষ থেকে আনা নিউক্লিয়াস প্রতিস্থাপন করেন এবং পরে তা শুক্রাণু দিয়ে নিষিক্ত করেন।
গবেষণায় দেখা গেছে, ৮২টি কার্যকরী ডিম্বাণু তৈরি সম্ভব হয়েছে, যেগুলোর কিছু ভ্রূণ পর্যন্ত বিকশিত হয়। যদিও এসব ভ্রূণ ৬ দিনের বেশি টিকেনি, বিজ্ঞানীরা একে বিপ্লবী অগ্রগতি বলছেন।
এ পদ্ধতি ভবিষ্যতে বন্ধ্যাত্বে ভোগা দম্পতি এবং সমলিঙ্গ জুটিদের জিনগতভাবে নিজস্ব সন্তান ধারণের সুযোগ দিতে পারে। তবে এখনও এই পদ্ধতির সফলতা সীমিত এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এই প্রযুক্তি ইন ভিট্রো গ্যামেটোজেনেসিস নামে পরিচিত এবং এটি চিকিৎসা ব্যবহারের উপযোগী হতে আরও প্রায় এক দশক সময় লাগতে পারে।
মন্তব্য করুন: